নয়া ফরমান! মোদী রাজ্য বরোদরায় ‘রেখেঢেকে’ বিক্রি করতে হবে আমিষ খাবার

0
89

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

এবার কি তাহলে রাস্তার ধারে পকোড়া, কাবাব, তন্দুরি খাবার দিন শেষ! মোদী রাজ্য বরোদরায় জারি হল কিছুটা এমনই নির্দেশ। প্রকাশ্যে বিক্রি করা যাবে না যেকোনো ধরনের আমিষ জাতীয় খাবার, তবে ছাড় দেওয়া হয়েছে নিরামিষ পদে। জানানো হয়েছে, ১৫ দিনের মধ্যেই চালু করতে হবে এই নতুন নিয়ম।

fast food

এদিনের বৈঠকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিতেন্দ্র প্যাটেল মৌখিকভাবে জানান, এই বিষয়টি সম্পুর্নভাবে ধর্মীয় ভাবাবেগের সঙ্গে যুক্ত। মাছ, ডিম বা মাংসের মতো আমিষ পদ বিক্রি করতে হলে তা ঢেকে বিক্রি করতে হবে। কেবল রাস্তার ধারে থাকা স্টলই নয়, এই নিয়ম মানতে হবে রেস্তোরাঁগুলিকেও। তিনি বলেন, ‘বড় রাস্তায় এই ধরনের স্টল বা রেস্তোরাঁ বসলে ট্রাফিকের সমস্যা হতে পারে। এছাড়া রাস্তার ধারে আমিষ খাবার বাইরে থেকে দেখা গেলে তা পথচলতি মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে। দীর্ঘদিন থেকেই প্রকাশ্যে আমিষ খাবার বিক্রি করা হত কিন্তু এখন সময় এসেছে সেই ভুল শুধরে নেওয়ার।’

আরও পড়ুনঃ হাওড়া থেকে মুম্বই, চেন্নাই ও পুরী রুটে হাইস্পিড ট্রেন চালুর সিদ্ধান্ত রেলমন্ত্রকের

উল্লেখ্য, এর আগে গুজরাটের রাজকোটেও এই ধরনের নিয়ম চালু করেছে সেই শহরের মেয়র। সেখানেও বলা হয়েছিল, আমিষ পদ বিক্রির জায়গা চিহ্নিত করে দেওয়া হবে। সমস্ত আমিষ স্টল থাকবে মেন রাস্তা থেকে দূরে। এবার সেই পথেই হাঁটল বরোদরা প্রশাসনও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here