সরানো হল বিভাগীয় প্রধানকে

0
46

সুদীপ পাল,বর্ধমানঃ

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি(ইসি) এমবিএ বিভাগীয় প্রধান গৌতম মিত্রকে সরিয়ে দিল।

goutam Mitra | newsfront.co
গৌতম মিত্র।ফাইল চিত্র

শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনার রিপোর্ট জমা পড়ার পরেই এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন বিভাগীয় প্রধান এখন ঠিক না হওয়া পর্যন্ত কলা বিভাগের ডিন রমেন সরকে দায়িত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সোমবার থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

গত ৫ জুলাই সন্ধ্যায় এমবিএ বিভাগের একদল শিক্ষক উপাচার্যকে চিঠি দিয়ে জানান, গৌতমবাবু প্রাক্তন বিভাগীয় প্রধান তন্ময় দাশগুপ্তের হাতে কামড়ে দিয়েছেন। ছাড়াতে গেলে জখম হন আর এক শিক্ষক।

এরপর বিশ্ববিদ্যালয়ের দুই ডিন সহ তিনজনের একটি কমিটি করে দশ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়। উপাচার্য নিমাইচন্দ্র সাহা এই নির্দেশ দেন।

রিপোর্ট জমা দেওয়ার পর রিপোর্টে দেখা যায় দুই শিক্ষককে দোষারোপ করছেন তদন্তকারীরা। তাঁরা এমবিএ পড়ুয়া থেকে শিক্ষক সবার সাথে কথা বলে তৈরি করেছেন এই রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে গৌতমবাবু আচমকা কাউকে কামড়াননি। তাঁকে উত্যক্ত করা হয়েছিল। তা নিয়ে বচসা হলে তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। শ্বাসরোধ হয়ে পড়লে গৌতমবাবু নিজেকে বাঁচাতে হাত কামড়ে ধরে।

আরও পড়ুনঃ বন্দর বে-দখলের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ

রিপোর্টে আরও বলা হয়েছে এক ছাত্রের চাকরির বিষয়ে ইমেইল করছিলেন বিভাগীয় প্রধান। সেই সময় কয়েকজন সহকর্মী তাঁর কাছে গেলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। রিপোর্টে গৌতমবাবুকে ছাত্রদরদী শিক্ষক বলে উল্লেখ করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here