মনিরুল হক, কোচবিহারঃ
সোমবার চতুর্থ দফা নির্বাচনের সাথে কোচবিহার লোকসভা কেন্দ্রের শীতলখুচি এপি প্রাথমিক বিদ্যালয়ে ৫/১৮১ নং বুথে পুনঃনির্বাচন হবে। জানা গেছে, শীতলকুচি বিধানসভায় এই বুথে মকপল না মুছে ভোট গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ।
সেই অভিযোগ স্কুটিনি করে ওই বুথে পুনঃনির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন।এই পুনঃনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন। ইতিমধ্যে ওই ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ভোটকর্মীরা পৌঁছে গেছেন। নিরাপত্তা রক্ষায় জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও মতায়েন থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
আরও পড়ুনঃ তিন বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্তে খুশি নয় বিরোধীরা
শীতলখুচি এপি প্রাথমিক বিদ্যালয় ৫/১৮১ নং বুথে মোট ভোটার রয়েছে ১৩৫২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭১৭। মহিলা ভোটার রয়েছে ৬৩৫ জন। শুধুমাত্র একটা বুথে ভোট হলেও উদ্বেগে রয়েছেন সেখানকার সাধারন বাসিন্দারা।তাদের অনেকের আশঙ্কা,ভোটকে কেন্দ্র করে আবার কোন অশান্তি না ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, ভোটের দিন ওই বুথে ‘মক পোল’ এর ভোট না মুছেই শুরু হয়ে গিয়েছিল ভোটগ্রহণ।
এনিয়ে রাজনৈতিক দল গুলোর অভিযোগ জানায় নির্বাচন কমিশনকে।নিয়ম অনুযায়ী জেলাশাসক ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে হয় স্ক্রুটিনিও।সেই রিপোর্টের ভিত্তিতেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট হয়েছিল ১১ এপ্রিল। ওই দিন রাজ্যের দু’টি আসনে ভোট গ্রহন হয়।
তারমধ্যে কোচবিহারে ভোট পড়েছিল ৮৩ শতাংশেরও বেশী। নির্বাচন কমিশনের দাবি ছিল, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট ছিল শান্তিপূর্ণ। যদিও বিরোধীদের অভিযোগ ছিল, ভোটের দিন যে সব বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না, সেই সব বুথেই গন্ডগোল হয়েছে।
ভোট শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে বিজেপির তরফে কোচবিহারের ২৯৭টি বুথে ফের ভোটের দাবি জানানো হয়েছিল। এবং বাম প্রতিনিধির একটি দল কোচবিহারের ৬৩টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল কিন্তু নির্বাচন কমিশন শুধুমাত্র শীতলখুচি বিধানসভার শীতলখুচি এপি প্রাথমিক বিদ্যালয় ৫/১৮১ নং বুথে ওই বুথে পুননির্বাচন হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584