নবগ্ৰাম কলেজে নবীনবরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান

0
190

নিটু দেওয়ান, মুর্শিদাবাদঃ

Renovation of Navagraham College
নিজস্ব চিত্র

নবীনবরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটলো নবগ্রাম অমর চাঁদ কুন্ডু কলেজের দু দিনের অনুষ্ঠান । প্রথম দিন অনুষ্ঠিত হয় কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.মহ.সাইফুল ইসলাম মহশয় প্রতকা উত্তলনের মধ্য দিয়ে সূচনা করেন বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার। প্রতিযোগিতায় ছিল একশো মিটার দৌড়, মিউজিক্যাল চেয়ার, লঙ জাম্প, হাই জাম্প, জ্যাভেলিন থ্রো প্রমুখ। পরের দিন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনবরন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নগর কলেজের বিংশতিতম বার্ষিক সাংস্কৃতিক ও নবীন বরণ অনুষ্ঠানে ওপার বাংলার লোকগীতি

Renovation of Navagraham College
নিজস্ব চিত্র

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অধ্যপক অধ্যপিকা সকলে মিলে প্রদীপ জ্বালিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন। সংগীত পরিবেশন করেন শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। তারপরেই বরন করে নেওয়া হয় প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের। পরে ‘লালপাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা’ গানে মাতলেন পড়ুয়া ও শিক্ষকরা।

Renovation of Navagraham College3
নিজস্ব চিত্র

এদিন বসন্ত উৎসব ও পালন করেন নবগ্রাম অমর চাঁদ কুন্ডু কলেজের পড়ুয়া ও শিক্ষকরা। “

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here