নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলা টেলিভিশনের এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপ্রভু’। অভিনেতা যিশু সেনগুপ্তর বিনোদনজগতে পদার্পণ এই ধারাবাহিকের হাত ধরে। মুখ্য চরিত্র অর্থাৎ নিমাই অর্থাৎ মহাপ্রভু শ্রী চৈতন্যর চরিত্রে অভিনয় করেন তিনি। আর তাতেই হয় বাজিমাত। দর্শকের ঘরের সদস্য হয়ে ওঠেন তিনি।
দেবাংশু সেনগুপ্ত’র পরিচালনায়, শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের রিসার্চ এবং লেখায় উঠে আসে নবদ্বীপের নিমাইয়ের জীবননামা। ধারাবাহিকটি পুনঃসম্প্রচারের উদ্যোগ নিয়েছে স্টার জলসা। যিশু সেনগুপ্ত জানান- “মহাপ্রভুর মাধ্যমে আমি বিনোদনজগতে আসি। এর মাধ্যমেই মানুষ আমাকে চিনতে পারেন। আমার সৌভাগ্য যে আবার ধারাবাহিকটি দেখানো হবে টেলিভিশনে। ফেলে আসা সেই দিন আমি আরেকবার উপভোগ করব। আশা করি দর্শকও উপভোগ করবেন।”
আরও পড়ুনঃ কাজল মাসি আসবে সন্ধেবেলায়
যিশু ছাড়াও এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন – সব্যসাচী চক্রবর্তী, কুশল চক্রবর্তী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, শঙ্কর চক্রবর্তী, খেয়ালি দস্তিদার, তুলিকা বসু, চন্দন সেন, শান্তিলাল মুখার্জি, চৈতি ঘোষাল, ঋতা দত্ত চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, মৌমিতা গুপ্ত সহ আরও অনেকে।
ধারাবাহিকের শুটিং-এর কিছু ঝলক দেখানো হবে ১৭ মে রাত ৮ টায়। এরপর ১৮ মে থেকে শুরু হবে ধারাবাহিকের সম্প্রচার। সোম থেকে শুক্র রাত ৯ টায় স্টার জলসায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584