নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
বিজয় যোগাশ্রম পল্লীতে ফের চুরি।বাঁকুড়া সদর থানার অন্তর্গত এই এলাকায় মাস দেড়েক পূর্বেই ঘটে চুরির ঘটনা।সেবার ভর দুপুরে চুরি হয়।
সেই একই এলাকায় বৃহস্পতিবার রাতে ঘটল চুরির পুনরাবৃত্তি।বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটল।নির্মল ঘোষ নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়িতে ঘটে এই ঘটনা।
আরও পড়ুন: বিদ্যালয়ে চুরির পুনরাবৃত্তি
মঙ্গলবার সকালে নির্মল বাবু ও তার স্ত্রী দুর্গাপুর মেয়ের বাড়িতে যায়।বাড়িতে রেখে যায় এলাকারই লক্ষ্মণ মণ্ডল নামে এক ব্যক্তিকে।
তিনি বৃহস্পতিবার রাত্রি সাড়ে নয়টা নাগাদ রাত্রের খাবার খেয়ে নির্মল বাবুর বাড়িতে প্রবেশ করতে গিয়ে দেখেন বাড়ির দরজা ভেতর থেকে লাগানো।
তারপরেই বেল বাজিয়ে ডাকাডাকি শুরু করেন, তখন পিছনের দরজা দিয়ে দুই ব্যক্তি দ্রুত বেরিয়ে যায়।তারা একটি কাটারি ফেলে যায়।তিনি বাড়িতে ঢুকে দেখেন আলমারি লন্ডভন্ড অবস্থায়।
আলমারির ভিতরে সোনা এবং নগদ টাকা যা ছিল তা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনাস্থলে বাঁকুড়া সদর থানার পুলিশ গিয়ে কাটারী উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584