ওয়েবডেস্কঃ
ব্যাঙ্ক অফ চাইনার অনুমোদন আগেই দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।এবার, ভারতীয় নোট ছাপানোর দায়িত্বে চীন-এই নিয়ে আবার বিতর্ক তুঙ্গে।
একদিকে চীনের সঙ্গে সীমান্তে সমস্যা।অন্যদিকে আবার অভিযোগ উঠছে কেন্দ্রীয় সরকার টাকা ছাপানোর দায়িত্বও দিয়েছে সেই চীনকেই। এখানেই দ্বিচারিতার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সাউথ চাইনা মর্নিং পোস্টে প্রকাশিত খবরে, চাইনা ব্যাঙ্কনোট প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন দাবী করেছে তারাই পৃথিবীর সবথেকে বেশি নোট ছাপায়। শুধু ভারত নয় থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালেশিয়া, ব্রাজিল,পোল্যান্ডও তাদের নোট ছাপানোর দায়িত্ব দিয়েছে চীনকে।ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।

বেজিংয়ের এই কর্পোরেশনের দাবি, এই মুহূর্তে অন্যতম নোট উৎপাদক দেশ চীন। এই সংস্থার ৬টি শাখায় মোট ১৮ হাজার শ্রমিক কাজ করে। তাদের তুলনায় আমেরিকা ও ইংল্যান্ডের টাঁকশালের শ্রমিক সংখ্যা নামমাত্র বলে দাবি সাউথ চীনা মর্নিং পোস্টের।
তাদের, আরো দাবি যে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের অন্তর্ভূক্ত দেশগুলোর নোট ছাপানোর দায়িত্বেও চীনের এই কর্পোরেশন। চীন ও মায়ানমারকে যুক্ত করতে এক অর্থনৈতিক কোরিডোরেরও পরিকল্পনা করা হয়েছে যে প্রকল্পে চীন, বাংলাদেশ, ভারত, মায়ানমার ছাড়াও রয়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকার প্রায় ৬০টি দেশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584