দেশের ১৪ কোটি মানুষ কাজ হারালেন লকডাউনে: সমীক্ষা

0
66

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

গ্ৰাফিক্স চিত্র

শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। অর্থনীতির দুরবস্থার ফলে কাজ হারাল দেশের ১৪ কোটি মানুষ। উপদেষ্টা সংস্থা সিএমআইই জানিয়েছে যে গত ১৯শে এপ্রিল পর্যন্ত দেশে বেকারত্বের হার শতকরা ২৬.২ শতাংশ। এর অর্থ দাঁড়ায় এই লকডাউন পর্বে দেশের ১৪ কোটি মানুষ কাজ খুইয়েছেন।

তবে লকডাউনের  ৪ সপ্তাহ কাটতে না কাটতেই যদি এই অবস্থা দাঁড়ায়, তবে এই করোনা প্রাদুর্ভাব শেষে এই পরিসংখ্যান কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে দুশ্চিন্তায় সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন:লকডাউন অমান্য করে ক্রিকেট আসর,অভিযুক্ত বিজেপি নেতা

গ্রাম শহর সর্বত্রই কর্মহীনতা বাড়লেও, এর প্রভাব সবথেকে বেশি পড়েছে গ্রাম অঞ্চলে। খোদ প্রধানমন্ত্রী আর্জি জানিয়েছেন মানুষকে কর্মচ্যুত না করার। এ বিষয়ে জাতীয় মহামারী মোকাবিলা আইনের আওতায় জারি হয়েছে নির্দেশিকা। তবে দেশের বেশিরভাগ ট্রেড ইউনিয়নগুলোর দাবি লকডাউন শুরুর পর থেকেই বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের অভিযোগ আসছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here