ওয়েবডস্কঃ
রাজস্থানের আলওয়ারে গোরক্ষার্থে আঠাশ বছরের আকবর খানের খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঘটনায় মদত দেওয়ার।
হরিয়ানার কোলাগাওয়ের বাসিন্দা আকবর খান ও তার এক সঙ্গী দুটো গরু নিয়ে রাজস্থানের আলওয়ার জেলায় রামগড় এলাকার লালাওয়ান্ডি গ্ৰামের জঙ্গলপূর্ণ রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই এক দল গোরক্ষক তাদের উপর চড়াও হয়।গরু পাচারকারী গুজব ছড়িয়ে নির্বিচারে চলে শারীরিক নির্যাতন। আকবরের সঙ্গী পালিয়ে বাঁচে। রামগড় থানার SHO সুভাষ শর্মা বিবৃতিতে জানান আকবরকে রামগড় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানা যায়।
কিন্তু বিভিন্ন মিডিয়া সূত্রে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আকবরকে মারধরের সময় গোরক্ষকদের নাকি সঙ্গ দিয়েছেন পুলিশকর্মীরাও।এমনকি
হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও বেশ কিছুক্ষণ চা পানের জন্য দাঁড়িয়ে বিলম্ব করেন পুলিশ কর্মীরা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী পুলিশ খবর পাওয়ার অনেক পরে ঘটনাস্থলে পৌঁছায় যেখানে আকবর কাদায় পড়ে ছিল । সেখান থেকে তাকে তুলে নিয়ে আগে ঐ অবস্থায় স্নান করানো হয়।তারপর ড্রেস চেঞ্জ করে হাসপাতালের উদ্দেশ্য তাকে নিয়ে রওনা দেয় ।পথের মধ্যে চা খাওয়ার জন্য দাঁড়ায়।তার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
NDTV রিপোর্ট অনুযায়ী পুলিশ আগে গরুগুলোকে গোশালায় পাঠানোর ব্যবস্থা করে।তারপর তাকে উদ্ধার করে নিয়ে যায়।
Decan Herald এর রিপোর্ট অনুযায়ী প্রত্যক্ষদর্শী রাজেশ নামের এক ব্যক্তি জানান যে থানায় নিয়ে যাওয়ার পর কিছু পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব-ইনেসপেক্টর মোহন সিংয়ের সামনেই আকবরকে মারতে থাকে।
Hindustan Times-এর আর এক রিপোর্ট অনুযায়ী ৬২ বছর বয়স্কা এক মহিলা জানান যে আকবর কাদায় পড়ে থাকা অবস্থায় তিনি পুলিশকে লাথি মারতে ও গালিগালাজ করতে দেখেছেন।
এই ঘটনা নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। সংসদের অধিবেশনের শুরুতেই আলওয়ার নিয়ে সরকারকে কোণঠাসা করে বিরোধীরা।ফলে অধিবেশন মুলতবি হয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিবসেনা সুপ্রীমো উদ্ধব ঠাকরে পর্যন্ত বিজেপিকে একহাত নিয়ে বলেছেন সরকার মেয়েদের নিরাপত্তা নয়, গরুর নিরাপত্তায় ব্যস্ত।
(ছবি- এ এন আই, টুইটার এবং সংবাদ সূত্র-দি কুইন্ট)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584