নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
#StopMediaLockdown সাংবাদিকদের ওপর শারীরিক নির্যাতন থেকে শুরু করে পুলিশি নির্যাতন, মিথ্যে মামলা এই সবের বিরুদ্ধে সংবাদ কর্মীদের অভিনব অনলাইন প্রতিবাদ।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে ক্রমাগত আক্রান্ত হচ্ছেন সাংবাদিকরা, সংবাদ সরকারের বিপক্ষে হলে তাঁদের বিরুদ্ধে সাজানো হচ্ছে মিথ্যে মামলা এমনকি হাজতবাস ও করতে হচ্ছে এমন ঘটনা বিগত কয়েকবছরে যে হারে বেড়েছে তাতে সৎভাবে কাজ করা আজ সাংবাদিকদের কাছে বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সব কিছুর বিরুদ্ধে দেশজুড়ে তাঁদের অনলাইন প্রতিবাদের সাক্ষী থাকল আন্তর্জাল দুনিয়া।
গত সপ্তাহে দুটি ভিন্ন ঘটনায় আক্রান্ত হন ৮ জন সাংবাদিক। দিল্লি দাঙ্গা সংক্রান্ত খবর সংগ্রহ করার সময় আক্রান্ত হন তিন জন, বেঙ্গালুরুতে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো নিয়ে যে উত্তেজক পরিস্থিতি তৈরি হয় সেই খবর করার সময় আরো পাঁচ জন আক্রান্ত হন বেঙ্গালুরু পুলিশের দ্বারা।
আরও পড়ুনঃ সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আগুন
বিগত কয়েক বছরে এই ধরনের ঘটনার সংখ্যা বেড়েছে, প্রধানত বিজেপি চালিত রাজ্যগুলোতে; কখনো গেরুয়া বাহিনী, কখনো পুলিশি আক্রমন। অবিজেপি রাজ্য গুলিতেও যে ঘটেনি এমন নয়, কোভিড১৯ পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য ব্যবস্থার অবনতির খবর সামনে আনেন যারা তাঁদের বিরুদ্ধে পুলিশে মিথ্যে অভিযোগ জানানো হয়, মিথ্যে মামলায় অভিযুক্ত হন বিভিন্ন সংবাদমাধ্যমের অন্তত পনেরো জন সাংবাদিক।
আরও পড়ুনঃ টানা দু’দিন পেট্রোলের দামে বৃদ্ধি
সবথেকে বেশি সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটেছে দিল্লি দাঙ্গা এবং কোভিড ১৯ পর্যায়ে যাঁরা সরকারের বিভিন্ন দোষত্রুটি সামনে এনেছেন সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন তাঁরা। অর্থাৎ মিডিয়াতে বিরোধী কন্ঠস্বর থামিয়ে দেওয়াই উদ্দেশ্য। তার বিরুদ্ধে একযোগে গর্জে উঠেছেন সাংবাদিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584