রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক তিন সৌদি প্রিন্স: রিপোর্ট

0
67

ওয়েবেডেস্ক,নিউজফ্রন্ট:

বাদশা সলমান বিন আব্দুল আজিজ আল-সাউদদের ভাই ও ভাইপো সহ সৌদি রাজপরিবারের মোট তিন প্রিন্সকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক করা হয়েছে বলে আমেরিকার গণমাধ্যমের দাবি।

ছবি সংগৃহীত

আমেরিকার সংবাদ সংস্থা দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে জানা গেছে যে শুক্রবার বাদশা সলমান বিন আব্দুল আজিজ আল-সাউদের ভাই প্রিন্স আহমদ বিন আব্দুল আজিজ আল-সাউদ ও ভাইপো প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সংবাদ সংস্থা নিউইয়র্ক টাইমসের দাবি প্রিন্স নায়েফের ছোট ভাই প্রিন্স নাওয়াফ বিন নায়েফকেউ আটক করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ এই গ্রেপ্তারের ব্যাপারে কোন মন্তব্য না করলেও অভিযোগ উঠছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাঁর সিংহাসন পাকাপোক্ত করতেই এই পদক্ষেপ নিয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায় ২০১৭ সালে বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সলমান দেশের এক বৃহৎ সংখ্যক প্রভাবশালী, রাজনৈতিক ব্যক্তি, মন্ত্রী ও ব্যবসায়ীদের আটক করেছিলেন। ওই বছর থেকেই নায়েফকে গৃহবন্দী করে রাখা হয় বলে অভিযোগ।

২০১৬ সালে সৌদির রাজা তাঁর ভাইপো নায়েফকে সরিয়ে ছেলে মোহাম্মদ বিন সলমানকে ক্রাউন প্রিন্স বানান। তখন থেকেই শুরু হয় দ্বন্দ্ব।

সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ এর বর্তমানে জীবিত ছেলেদের মধ্যে প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজ আল-সাউদকে অন্যতম সম্মানীয় ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। অপরপক্ষে প্রিন্স দের মধ্যে মোহাম্মদ বিন নায়েফই পরবর্তী ক্রাউন প্রিন্সের উত্তরাধিকারী ছিলেন। কিন্তু ২০১৬ সালে আকস্মিকভাবে তাঁকে পদ থেকে সরিয়ে দেন সৌদি বাদশা সলমান বিন আব্দুল আজিজ আল-সাউদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here