খো-খো প্রিমিয়র লিগে ডালিমগাও স্পোর্টস একাডেমির দুই খেলোয়াড়

0
91

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ

উত্তরবঙ্গের শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাওয়া আই পি এল ধাঁচের খো-খো প্রিমিয়র লিগে উত্তর দিনাজপুর জেলার ডালিমগাও স্পোর্টস একাডেমির দুই খো-খো খেলোয়াড় জয়ন্ত দেবশর্মা ও সুনু বর্মন সুযোগ পেল বলে শুক্রবার জানালেন ডালিমগাও স্পোর্টস একাডেমির কর্নধার বরুন দাস। বরুনবাবু বলেন শিলিগুড়ি মহকুমা খো-খো সংস্থা ও উল্কা ক্লাবের যৌথ উদ্যোগে এই খেলা আগামী ৫ই সেপ্টেম্বর থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তিনি বলেন এই খো-খো প্রিমিয়র লিগে আমাদের ডালিমগাও স্পোর্টস একাডেমির দুই খেলোয়াড় নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত।তিনি বলেন এই খেলায় ছেলেদের ৬টি দল ও মেয়েদের ৪টি দল অংশগ্রহণ করবে।

জয়ন্ত,সুনু।নিজস্ব চিত্র

তিনি আরো জানান অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া খো-খো খেলাকে মান্যতা দিয়েছে।আগামী এশিয়াডে খো-খো খেলা অন্তর্ভুক্ত হবার সম্ভাবনা প্রবল।বরুন বাবু বলেন ডালিমগাও স্পোর্টস একাডেমির দুই খেলোয়াড় আমাদের গর্ব।এরা রাজ্য স্তরে বেশ কয়েকবার খেলে আসছে।এরা দুজনেই দিনমজুর পরিবারের ঘরের ছেলে মেয়ে।এই দুই খো-খো খেলোয়ার আমাদের উত্তর দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল যে করবেই এ বিষয়ে কোন সন্দেহ নেই।

আরও পড়ুনঃ মহকুমা ক্রীড়া সংস্থার দ্বিতীয় বিভাগীয় ফুটবল লীগ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here