নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ব্রিটিশ সম্প্রচার নিয়ন্ত্রক ২০ হাজার ইউরো আর্থিক জরিমানা করলো রিপাবলিক ভারত টিভির সম্প্রচারকারী সংস্থাকে। হিংসাত্মক উস্কানিমূলক বক্তব্যের জেরে এই সিদ্ধান্ত।
রিপাবলিক ভারত হিন্দি চ্যানেলে উত্তেজক বিতর্ক অনুষ্ঠানে উস্কানিমূলক এবং হিংসাত্মক বক্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে।
ওয়ার্ল্ডভিউ মিডিয়া নেটওয়ার্ক একটি বিবৃতিতে জানিয়েছে, রিপাবলিক টিভির ‘পুছতা হ্যায় ভারত’ অনুষ্ঠানে গত ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর বেশ কিছু মন্তব্য এবং বক্তব্য হিংসা উদ্রেককারী এবং আপত্তিজনক। সম্প্রচার বিধিভঙ্গের অভিযোগ উঠেছে চ্যানেলের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ ধর্মের ভিত্তিতে ভারতে কোন বিভেদ নেই- আলিগড়ের সমাবর্তনে জানালেন মোদী
সম্প্রচার বিধি অনুযায়ী, সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থাকে মনে রাখতে হবে এই ধরনের বিতর্কিত, উস্কানিমূলক বিষয়, বক্তব্য সম্প্রচার করা বিধিলঙ্ঘনের সমান। আক্রমণাত্মক মন্তব্য, ব্যক্তি বা কোনও সম্প্রদায়কে আক্রমণ, ধর্মীয় হিংসা ছড়ানো কোনওভাবেই চ্যানেলের অংশ হতে পারে না।
বিশেষ করে অনুষ্ঠানে, পাকিস্তানি নাগরিকদের সম্পর্কে খুবই খারাপ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি আঘাত করা হয়েছে ধর্মীয় ভাবাবেগেও, যা শাস্তিযোগ্য অপরাধ।
আরও পড়ুনঃ আন্দোলনের সমর্থনে নোট লিখে দিল্লি সীমানায় আত্মহত্যার চেষ্টা কৃষকের
ব্রিটিশ সম্প্রচার নিয়ন্ত্রক সতর্ক করেছে রিপাবলিক ভারত সম্প্রচারকারী সংস্থাকে, ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে লাইভ সম্প্রচার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেকর্ড করা অনুষ্ঠান সম্প্রচার করার ক্ষেত্রে ফুটেজ আগে ভালোভাবে যাচাই করে তবেই সম্প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যথায়, সংস্থার লাইসেন্স বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ব্রিটিশ সম্প্রচার নিয়ন্ত্রক। মনে করা হচ্ছে, ব্রিটেনে বসবাসকারী বহু মানুষ ওই চ্যানেলের অনুষ্ঠান সম্পর্কে অভিযোগ জানিয়েছেন ব্রিটিশ সম্প্রচার নিয়ন্ত্রকের কাছে । তার ভিত্তিতেই এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সম্প্রচার নিয়ন্ত্রক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584