নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
প্রতি বছর ২৬ জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে হওয়া কুচকাওয়াজের শোভাযাত্রাতে পশ্চিমবঙ্গেরও কোনও না কোনও ট্যাবলো থাকে ৷ গতবার ছিল কন্যাশ্রী৷
কোনও এক কারণে এই রাজ্যের সরকারি কণ্যাশ্রী ট্যাবলোকে বাতিল করা হয়েছে শোভাযাত্রা থেকে, যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে৷ সেই তর্জাকে উস্কে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, এই রাজ্যের কন্যাশ্রী ট্যাবলো রাজ্য ও দেশকে নিচু দেখানোর চেষ্টা করে ৷ তাই তাকে বাতিল করার সিদ্ধান্ত সঠিক৷
আরও পড়ুনঃ ‘মিত্রোঁর’ আলিঙ্গনই ছিল ভরসা, জানালেন ইসরো প্রধান
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর শহরে বিজেপির একটি সাংগঠনিক বৈঠক ছিল, যেখানে রাজ্যের ১০টি সাংগঠনিক জেলার মন্ডল সভাপতিদের নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্য নেতারা ৷ ছিলেন সায়ন্তন বসু-সহ অনেকেই ৷
এই সভা থেকে উপস্থিত মন্ডল সভাপতিদের এনআরসি ও সিএএ নিয়ে ইতিবাচক দিক বোঝানোর কৌশল বাতলে দেওয়া হয়েছে ৷ বিরোধী দলগুলি ইতিমধ্যেই মানুষের কাছে পৌঁছে এই দুই আইন নিয়ে যে বার্তা দিয়েছে তার জেরে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিজেপির ক্ষেত্রে ৷ তাই পরিস্থিতি শোধরানোর জন্য বিজেপির পক্ষ থেকে মন্ডল সভাপতিদের মাধ্যমে পাল্টা প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য জুড়ে ৷ তারই প্রশিক্ষণ বৈঠক এ দিন হয় রাজ্য জুড়ে ৷
আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সন্তুষ্ট এলাকাবাসী
এ দিন সায়ন্তন বসু বলেন, “নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে সবাই যে মিথ্যা প্রচার চালাচ্ছে তা সঠিক বোঝানোর জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য আলোচনা হয়েছে ৷ সেই সাথে রেলের ভাড়া বৃদ্ধি নিয়েও যারা অপপ্রচার করছে, তারা আগে বিদ্যুতের বিল কমিয়ে দেখাক৷ আমরা ক্ষমতায় আসলে এরাজ্যে বিদ্যুতের দাম অনেক কমিয়ে দেব ৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584