টিআরপি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার রিপাবলিক টিভির সিইও

0
113

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচন্দানিকে ভুয়ো টিআরপি মামলায় গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। বিকাশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই নিয়ে টিআরপি কেলেঙ্কারি মামলায় ১৩ জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।

ceo | newsfront.co
বিকাশ খানচন্দানি

এই মামলায় নভেম্বর মাসে ১৪০০ পাতার চার্জশিট পেশ করেছে মুম্বই পুলিশ।পুলিশ জানিয়েছে, রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক, নিউজ নেশন-সহ ছটি চ্যানেলের বিরুদ্ধে টাকা দিয়ে টিআরপি বাড়ানোর অভিযোগ রয়েছে। ভুয়ো টিআরপি সংক্রান্ত দুর্নীতির খবর সামনে আসে অক্টোবর মাসে, তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে যে, রেটিং বাড়ানোর জন্য রিপাবলিক টিভি থেকে টাকা দেওয়া হতো বেশি করে এই চ্যানেল দেখার জন্য। এরপরই মুম্বাই পুলিশ মামলা রুজু করে রিপাবলিক টিভির বিরুদ্ধে।

শুধু রিপাবলিক নয়, আরও দু’টি আঞ্চলিক চ্যানেলের বিরুদ্ধেও মামলা হয়। চ্যানেলের মালিক ও প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী-সহ একাধিক কর্তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিপাবলিক মিডিয়া গ্রুপ পাল্টা দাবি করে যে, সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তাদের চ্যানেল, সে কারণেই প্রতিহিংসামূলক ভাবে তাদের চ্যানেল সম্পর্কে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং জানিয়েছেন, ”তদন্তে দেখা গিয়েছে, ব্যারোমিটার বসানোর জন্য যে সংস্থার সঙ্গে চুক্তি করেছিল বিএআরসি (BARC), ওই সংস্থার প্রাক্তন কর্মীরা তাঁদের প্রভাব খাটিয়েছেন।“ তিনি আরও জানান, ওই প্রাক্তন কর্মীরা লোকেদের টিভিতে নির্দিষ্ট চ্যানেল চালিয়ে রাখতে বলতেন। অনেকক্ষেত্রে এমনও দেখা গেছে যে ,যাদের ওই নির্দিষ্ট চ্যানেলগুলি চালিয়ে রাখতে বলতেন ওই কর্মীরা, তাঁদের মধ্যে অনেকেই ইংরেজি ভাষাই জানেননা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here