হঠাৎই সাংসদকে কাছে পেয়ে জেনেরেটরের দাবি রশিদপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের

0
41

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের রশিদপুর হাসপাতালে আচমকাই হাজির বালুরঘাট লোকসভা কেন্দ্রের এবারে সাংসদ সুকান্ত মজুমদার।

request to generator | newsfront.co
নিজস্ব চিত্র

রশিদপুর গ্রামীণ হাসপাতাল হলেও রোগীর সংখ্যা অনেক বেশি থাকে বলে জানা যায়। বেড সংখ্যা খুবই কম থাকায় এক বেডে দুজন করে রয়েছেন। সুকান্ত বাবু সমস্ত রোগীদের সঙ্গে কথা বলেন তাদের কাছ থেকে শুনতে চান ঠিকঠাকভাবে চলছে কিনা চিকিৎসা ব্যবস্থা। একইসাথে ডাক্তার ও নার্সের সঙ্গেও কথা বলেন তাদের কাছ থেকে শুনছেন চিকিৎসা পরিকাঠামোর অবস্থা।

নিজস্ব চিত্র

বহুদিন আগে গড়ে উঠলেও এই গ্রামীণ হাসপাতালের নেই কোন জেনেরেটার। আর তার ফলেই বিদ্যুৎ চলে গেলে মোমবাতি দিয়ে চালাতে হয় চিকিৎসা। আর সুকান্ত বাবু হাজির হতেই সেই জেনারেটর এর আবেদন জানালেন ডাক্তারবাবুরা।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লোডশেডিংয়ে নাজেহাল রোগী থেকে চিকিৎসক, উদাসীন স্বাস্থ্য দফতর

সুকান্ত বাবু সমস্ত কথা শুনে ডাক্তার বাবু দের কে আশ্বাস দিয়ে বলেন যে খুব শীঘ্রই জেনারেটর বসানো হবে হাসপাতালে।

আর এই আশ্বাস পেয়ে খুশি রোগীসহ রশিদপুর হাসপাতাল এর ডাক্তার বাবুরা। একই সাথে বেড সংখ্যা কম থাকায় আরো বাড়ানো হবে বলে আশ্বাস দেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সংসার সুকান্ত মজুমদার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here