পূর্বস্থলী ব্লকের কুন্ডুপাড়া থেকে উদ্ধার চন্দ্রবোড়া সাপ, আতংকিত এলাকাবাসী

0
179

শ্যামল রায়, পূর্বস্থলীঃ

নাদন ঘাট থানার মধ্যমপুর কুন্ডুপাড়া থেকে একটি চন্দ্রবোড়া সাপ বনদফতরের হাতে তুলে দিল স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ বালা। শনিবার দুপুর নাগাদ একটি বড় চন্দ্রবোড়া সাপটি কুন্ডু পাড়ার বাসিন্দা সুদীপ তরফদারের বাড়িতে ছিল।

Chandrabora | newsfront.co
বাড়ি থেকে উদ্ধার চন্দ্রবোড়া। নিজস্ব চিত্র

জানা যায় সারারাত ঘরের মধ্যে সাপটি থাকার কারণে ঘুমোতে পারিনি বাড়ির কেউ। শেষমেষ পশুপ্রেমী চিরন্তন সরকার এদিন সুদীপ তরফদারের বাড়িতে পৌঁছে চন্দ্রবোড়া সাপটিকে থেকে উদ্ধার করে। এরপর সাপটিকে একটি জারের মধ্যে পুরে স্থানীয় শ্রীরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে যান চিরন্তনবাবু।

আরও পড়ুনঃ করোনা আবহে বাদুরের মৃতদেহ ঘিরে আতংক এলাকায়

সেখানে বিডিও নীতিশ বালা সাপটিকে দেখে বনদফতরকে খবর দেয়। খবর পাওয়া মাত্রই সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে এসে সাপটিকে নিয়ে যায় বনকর্মীরা। তবে জানা গেছে সাপটিকে বনদফতরের বাগানেই ছেড়ে দেওয়া হবে। তবে ইতিমধ্যে পূর্বস্থলী এলাকায় প্রচন্ডভাবে সাপের উপদ্রব বেড়েছে বলে জানায় স্থানীয়রা।

যদিও শ্রীরামপুর গ্রামেও রাতবিরাতে মানুষজন বের হলে সাপ দেখতে পাচ্ছেন। এই আতংকের মধ্যে রয়েছে এলাকার মানুষ। তবে লকডাউনের প্রাক্কালে সাপের উপদ্রব বাড়ায় মানুষ আরও আতংকিত হয়ে পড়েছে। এমনকি যারা বাড়িতে থাকছেন, তারাও মাঝে মধ্যে সাপ দেখতে পাচ্ছে ফলে পশুপ্রেমী চিরন্তন সরকারের চাহিদাও যথেষ্ট বেড়েছে।

তবে এদিন তিনি জানান, কমপক্ষে পাঁচটি বড় ধরনের সাপ বিভিন্ন বাড়ি থেকে উদ্ধার করেছেন তিনি।অপরদিকে এ বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ বালা জানিয়েছেন, সাপ মেরে না ফেলে, বরং এইভাবে ধরার পর বনদফতরকে দেওয়া উচিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here