নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার, পটাশপুর থানার চকভবানী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পটাশপুর দু’নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা চকভবানী গ্রামে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। দেখা মাত্রই খবর দেওয়া হয় পটাশপুর থানায়।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রনইীন বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, জখম ১
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়।

অন্যদিকে পুলিশ সূত্রে আরও জানা যায়, অজ্ঞাত ওই পচা গলা মৃতদেহটির শরীরের একাংশ শিয়াল ও কুকুরে খুবলে খেয়েছে। পাশাপাশি পটাশপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনাটির তদন্ত শুরু করেছে। অন্যদিকে এ ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584