নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
প্রাক্তন সেনা কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার জানুবসান গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় প্রাক্তন সেনাকর্মী নিত্যানন্দ সামন্ত কয়েক দিন আগে কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করেছেন।
শনিবার সকাল নাগাদ প্রতিবেশীরা দেখতে পান বাড়ির সামনে হরিমন্দিরের পাশে গাছে ঝুলছে তার দেহ তবে মাটিতে পা ঠেকে আছে। এই খবর জানা জানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় তমলুক থানায়। এরপর ঘটনা স্থলে উপস্থিত হয় তমলুক থানার পুলিশ। ওই মৃত সেনা কর্মীর স্ত্রী ও দুই কন্যা বর্তমান।
আরও পড়ুনঃ বাড়ি থেকে ঢিল ছোড়া দূরের পুকুরে মিললো বৃদ্ধের মৃতদেহ
তবে মৃত সেনা কর্মীর স্ত্রী জানিয়েছেন তার স্বামীকে কে বা কারা খুন করবে বলে হুমকি দিয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584