নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
লিচু বাগান থেকে জোগানদারের ক্ষত বিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।
মঙ্গলবার সকালে কালিয়াচক থানার গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ির ভোলাইচক গ্রামের ঘটনা।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেলে পাঠায়।

পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সরেন মন্ডল(৫৫)।স্ত্রী গীতা মন্ডল। পরিবারে রয়েছে তিন মেয়ে এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। বাড়ি গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ির সাহাবাজপুর পঞ্চায়েতের ভোলাইচক গ্রামে।
গ্রামের পাশে একটি লিচু বাগান দীর্ঘ কয়েক বছর ধরে পাহারা দেয় সরেন।প্রতিদিনের মত সোমবার রাতে লিচু বাগান পাহারা দিতে যায় সরেন।মঙ্গলবার সকালে সময় মত বাড়ি না ফিরলে পরিবারের লোকেরা বাগানে খুঁজতে যায়। বাগানের মধ্যে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে।
আরও পড়ুনঃ মহানন্দায় তলিয়ে যাওয়া কিশোরীর দেহ উদ্ধার
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের দেহে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে খুনের কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে পুলিশ ও পরিবারের মধ্যে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584