বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের পাথরিয়ায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম হাসিবুল রহমান(৩৬)।তিনি বিহারের ধুলাবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।জানা গিয়েছে যে এদিন সকালে স্থানীয়রা রাস্তার পাশে হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তরীঘরী খবর দেন পুলিশকে এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে যে গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল।এরপর বুধবার বিকালে মটর সাইকেল নিয়ে বিধাননগরে আসবে বলে বাড়ি থেকে বের হয়।রাত হলেও বাড়ি ফিরেনি ঐ ব্যক্তি।
এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।বুধবার সকালে বিধাননগরের মতিয়া নদীর পাশ থেকে মটর সাইকেল উদ্ধার হয় কিন্তু খোঁজ পাওয়া যায়নি ওই ব্যক্তির।এরপর পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয় বিধাননগর থানায়।এদিন সকালে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।পরিবারের লোক জানান,” আমরা চাই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠিন শাস্তি হোক। সিবিআই তদন্ত দাবি করছি।”
অপরদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এবং ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ওই ব্যক্তির ভোটার কার্ড, আধার কার্ড ও মানিব্যাগ উদ্ধার হয়েছে।যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584