পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দশম শ্রেণীর এক ছাত্রর। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে রায়গঞ্জের কুলিক নদীর বামুহা ঘাটে। মৃত ছাত্রের নাম আজিজুর সরকার (১৫)। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রায়গঞ্জের কোঁকড়া গ্রামের বাসিন্দা আজিজুর সরকার ও তার দুই বন্ধু সোমবার দুপুরে কুলিক নদীর বামুহা ঘাটে স্নান করতে নামে। আচমকাই আজিজুর জলে তলিয়ে যায়। এরপরে তার দুই বন্ধু ভয় পেয়ে বাড়িতে গিয়ে খবর দেয়। বাড়ির লোক ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি করে। অনেক খোঁজাখুঁজির পর আজিজুরকে পাওয়া যায়নি। পরবর্তীতে ডুবুরিকে খবর দেওয়া হলে ডুবুরিরা গিয়ে খুঁজলেও আজিজুর এর দেহ উদ্ধার করতে পারেনি।
মঙ্গলবার সকালে বামুহা ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে আজিজুরের মৃতদেহ নদীতে ভাসতে দেখে ওই এলাকার এক বাসিন্দা। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় বুড়িবালাসন নদীতে তলিয়ে গেল যুবক, ব্রিজের দাবিতে ক্ষোভ স্থানীয়দের
পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। আজিজুর এর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584