নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
শোয়ার ঘর থেকে গৃহবধূ ও প্রতিবেশী যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।পরিবার ও প্রতিবেশিদের দাবী বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল দুই জনের মধ্যে। মালদার ইংলিশবাজার থানার খাসখোল গ্রামে ঘটনাটি ঘটেছে।পুলিশকে খবর দিলে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মিল্কী ফাঁড়ির পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম পিঙ্কী মাঝি(২৬)।
প্রতিবেশী যুবকের নাম মিঠু মাঝি(২৫)।বাড়ি ইংরেজবাজার থানার মিল্কীর খাসখোল গ্রামে।পিঙ্কীর স্বামী পঞ্চা মাঝি ভিন রাজ্যে কাজ করেন।গত দশ দিন আগে পঞ্চা মাঝি শ্রমিকের কাজে দিল্লী গিয়েছে।পরিবারের লোকেদের অভিযোগ,স্বামীর অবর্তমানে বেশ কিছু দিন আগেই গৃহবধূ পিঙ্কী প্রতিবেশি যুবক মিঠুর সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়ে।
পিঙ্কী ও পঞ্চার পরিবারে ১২ বছর ও ৮ বছরের দুটি ছেলে রয়েছে।তবু মিঠুর সাথে সম্পর্ক তৈরি হয় তার।সম্প্রতি এই সম্পর্কের কথা জানতে পারেন বাড়ির লোকজন।এই সম্পর্কে আপত্তি জানান ওই গৃহবধূর স্বামী।এরপর পঞ্চা ভিন রাজ্যে ফিরে যান।রবিবার দীর্ঘক্ষন গৃহবধুর শোয়ার ঘরের দরজা না খুললে প্রতিবেশীরা ঘরের জানলা দিয়ে উকি দিলে দুটি ঝুলন্ত দেহ দেখতে পায়।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।স্থানীয়রা খবর দেয় মিল্কী পুলিশ ফাঁড়িতে।পুলিশ এসে উদ্ধার করে দেহ দুটি।তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584