নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশজুড়ে চলছে লকডাউন।যার ফলে সর্বস্তরের মানুষ গৃহবন্দী অবস্থার মধ্যে রয়েছেন। আর এই লকডাউনকে কাজে লাগিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পিড়াকাটা পুলিশ ফাঁড়ির অন্তর্গত আট নম্বর অঞ্চলের গড়মালগ্রামে রমরমিয়ে চলছে দেশি চোলাই মদের ব্যবসা।

রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পিড়াকাটা ফাঁড়ির বিশাল পুলিশবাহিনী গড়মালগ্রামে চোলাই মদের ভাটিতে হানা দেয়। এরপর চোলাই মদ উদ্ধার করে ঢেলে তারা নষ্ট করে দেয়।
আরও পড়ুনঃ লকডাউনে জুয়ার আসর, প্রতিবাদীর মাথা ফাটালো দুষ্কৃতিকারীরা

সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে তৈরীর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এলাকার মানুষের অভিযোগ লকডাউন এর সুযোগ নিয়ে গড়মাল গ্রামের কয়েকটি পরিবার অবৈধভাবে চোলাই মদ তৈরি করে বিক্রি করছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584