হরষিত সিংহ,মালদহঃ
এক পাট ব্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ।শুক্রবার বিকেলে সাদুল্লপুর এলাকা থেকে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ীর নাম মনিরুল ইসলাম(২৮)।বাড়ি বৈষ্ণবনগর থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের নন্দলালপুর গ্রামে।
পরিবারের অভিযোগ, মিসবাহুল হক এবং তাজামুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার।জানা গিয়েছে, মিসবাহুল হকের কাছে ব্যবসা সংক্রান্ত দশ লক্ষ টাকা পেতেন মনিরুল ইসলাম।বারবার চাওয়ার পরেও টাকা ফেরত পায়নি মনিরুল বলে অভিযোগ। শুক্রবার সকালে টাকা দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে পাঠায় মনিরুলকে মিসবাহুল হক।অভিযোগ, শুক্রবার বেলা বারোটার পর থেকে তার মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকেরা। বিকেল পাঁচটা নাগাদ, পরিবারের লোকেরা বৈষ্ণবনগর থানার পুলিশের মারফত হোয়াটসঅ্যাপে মৃতদেহ দেখে তারা জানতে পারেন,মনিরুলকে খুন করা হয়েছে।এরপর তারা ইংরেজবাজার থানার পুলিশের সাথে যোগাযোগ করেন। তারা মৃতদেহ শনাক্ত করেন।তাদের অভিযোগ,মিসবাহুল হক এবং তার বাবা তাজামুল হক পরিকল্পিতভাবে খুন করেছে মনিরুলকে। ইংরেজবাজার থানার সাদুল্লাপুর এলাকায় খুন করে তাকে সেখানে ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠায়।ধারালো অস্ত্র এবং গুলি করে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের লোকের।
মৃতর দাদা নেসারুল ইসলাম জানিয়েছেন, গত কয়েকদিন ধরে টাকা দেওয়ার দিন ধার্য করেছিল মিসবাউল হক। শুক্রবার সকালে মোবাইল মারফত টাকা দেওয়ার নাম করে মনিরুলকে ডাকে অভিযুক্তরা।দুপুরের পর থেকে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি মনিরুলের মোবাইলে।এর পর পুলিশ মারফত জানা যায় মনিরুলকে খুন করা হয়েছে।দোষীদের কঠোর শাস্তির দাবি করেন তিনি।অভিযুক্ত দুজনের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্তে নামে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584