বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে স্বপন সরকারের বাড়ি থেকে একটি উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল।

জানা গিয়েছে গত কয়েকদিন ধরে স্বপনবাবুর বাড়ির ভিতরে একটি বিরল প্রজাতির টিকটিকির মত জন্তু বাড়ির আশে পাশে ঘোরাফেরা করছিল।মাঝে মধ্যেই একটা বিকট আওয়াজ করছে।যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছিল বাড়ির মানুষজন।এরপর শনিবার রাতে সেই জন্তুটিকে ঘরের মধ্যে আটকে রেখে খবর দেন বনবিভাগকে।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোষপুকুর রেঞ্জের বনবিভাগের কর্মীরা।এরপর সেই জন্তুটিকে উদ্ধার করে।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এটি একটি বিরল প্রকৃতির তক্ষক।এটা সচরাচর সব জায়গায় দেখা যায় না।বলা যায় বিলুপ্ত প্রায়।তবে কোথা থেকে কি করে এখানে আসলো সেটাই দেখার বিষয়।
আরও পড়ুনঃ বিরল প্রজাতির তক্ষক সহ গ্রেফতার পাচারকারী
এর পাশাপাশি জানা গিয়েছে যে উদ্ধার হওয়া তক্ষকটির আগে শারীরিক কোনো অসুবিধা রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হবে।এরপর তাকে সুকনা ফরেস্টে ছেড়ে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584