মনিরুল হক, কোচবিহারঃ
সাপ দেখে আতঙ্ক ছড়াল মাথাভাঙ্গা থানায়। বুধবার থানার পুরোন বিল্ডিং থেকে একটি গোখরো সাপ উদ্ধার হয়। মাথাভাঙ্গা থানার নতুন ভবন নির্মানের পর এই ঘরটি রেকর্ড় রুম হিবসাবে ব্যবহার করা হচ্ছে। পুলিশ কর্মীরা ওই সাপটিকে ওই ঘরেই দেখতে পেয়ে খবর দেয় সর্প বিশারদ মফিজুল বাজিকরকে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাপটিকে ধরতে সক্ষম হয় মফিজুল।
মাথাভাঙ্গার ২ নং ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের বড়াইবাড়ি গ্রামে তার বাস। সাপ নিয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে।এলাকার কোথাও সাপ দেখা গেলেই তা উদ্ধারের জন্য খোজ আসে মফিজুলের কাছে।
পরে মাথাভাঙ্গার থানার আই সি প্রদীপ সরকার জানান থানা এলাকায় সাপের উপদ্রব ছিল আবশেষে একটি সাপ উদ্ধার হওয়ায় কিছুটা স্বস্তি পাওয়া গেলো। তবে পুলিশ কর্মীদের ধারনা থানা চত্বরে আরও সাপ রয়েছে।পরে পুলিশের পক্ষ থেকে বন দপ্তরের হাতে সাপটিকে তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ বীরভূম থেকে উদ্ধার ব্রাউন ভাইন সাপ
উদ্ধার হওয়া এই সাপটি আয়তনে সাড়ে চার ফুট লম্বা। বন বিভাগের মাথাভাঙ্গার রেঞ্জার সজল পাল জানিয়েছেন সাপটিকে বনে ছেড়ে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584