তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার দক্ষ পুলিশ সুপার সুমিত কুমারের তৎপরতায় রবিবার হারিয়ে যাওয়া ১০ জন আদিবাসী শিশু উদ্ধার করতে সমর্থ হল হেমতাবাদ থানার কর্মতৎপর পুলিশ অফিসারেরা।দৃষ্টান্ত স্থাপন করলো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা।জানা যায় হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বামরা গ্রাম থেকে একসাথে ১০জন গ্রামের শিশু হটাৎ করে নিখোঁজ হয়ে যায়।এই ঘটনায় হেমতাবাদে চাঞ্চল্য ছরায়।
খবর যথা সময়ে উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপারের কানে পৌঁছয়।পুলিশ সুপার তৎক্ষণাৎ হেমতাবাদ ও সি র সাথে যোগাযোগ করে শিশু উদ্ধার করতে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করেন।।এই শিশু নিখোঁজ কান্ডের বিষয়টি গুরুত্ব অনুমান করে পুলিশ অভিযোগের অপেক্ষায় না বসে তৎপর হয়।ওসির নির্দেশে হেমতাবাদ থানার মেজবাবু এসআই বাবলু শীল প্রথমে ছুটে যায় বামরা গ্রামে।সেখানে অভিভাবকদের কাছে শিশুদের নিখোঁজ হওয়ার প্রাথমিক তথ্য সংগ্রহ করে।এরপর হেমতাবাদ থানার পুলিশ চতুর্দিকে ছড়িয়ে পরে।এতেই আসে সফলতা।হেমতাবাদের সীমানা ছাড়িয়ে কালিয়াগঞ্জ থানার ভান্ডার পঞ্চায়েতের ভুটকুটি মোড়ে সন্ধান মেলে এই নিখোঁজ শিশুদের।এক সাথে নিখোঁজ ১০ জন শিশুকে উদ্ধার করে বিকালে হেমতাবাদ থানায় আনা হয়।এরপর তাদের নিয়ম মেনে তুলে দেওয়া হয় অভিভাবকদের হাতে।পুলিশের তৎপরতায় একসাথে দশ শিশু উদ্ধার করে উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমারের সাথে হেমতাবাদ থানার সমস্ত পুলিশ আধিকারিকদের হেমতাবাদেরর সমস্ত স্তরের মানুষ অভিনন্দন জানায়।গ্রামবাসীরা জানায় হেমতাবাদের পুলিশ যেভাবে দিনরাত একনাগাড়ে কাজ করেছে তার ফল হাতে নাতে পাওয়া গেছে।বামরা গ্রামের উদ্ধার হওয়া আদিবাসী শিশুদের পরিবারেরা সবাই পুলিশের কাজে খুশি বলে জানা যায়।পুলিশ ইচ্ছা করলে অনেক অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে হেমতাবাদ থানা তা প্রমাণ করে দিল।সফলতা প্রসঙ্গে হেমতাবাদ থানার ওসি বিশ্বনাথ মিত্র বলেন,থানার সব চাইতে অভিজ্ঞ পুলিশ অফিসার এস আই বাবলু শীলকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।যিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে পুলিশের মান বাড়িয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584