নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

সোমবার রাতে বাগডোগরায় গোপনসূত্রের খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালায় এসএসবির ৮ নং বেটেলিয়ান ও বাগডোগরা বনবিভাগের কর্মীরা। এরপর বাগডোগরার বিহারমোড় এলাকায় এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এরপর ওই ব্যক্তির কাছ থেকে দুটি হরিণের উদ্ধার হয়। এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম মহম্মদ সাবীর(৪৯)। সে মাটিগাড়ার আদালপুড়ের বাসিন্দা।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া হরিণের সিং একটি এক ফুট আট ইঞ্চি ও আর একটি এক ফুট সাত ইঞ্চি। তবে ওই ব্যক্তি সিং দুটিকে কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা জানা যায়নি।
আরও পড়ুনঃ ব্যাঙ্ক থেকে মাসে হাজার টাকা তোলা যাবে, নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
গোটা ঘটনার খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীর রাজ বলেন যে, আমরা সোমবার রাতে যৌথ অভিযান চালিয়ে দুটি হরিণের সিং সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছি। তবে ওই ব্যক্তি ওই সিং দুটিকে কোথায় নিয়ে যাচ্ছিল সেইটা জানতে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কে কে জড়িত আছে তা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584