সুদীপ পাল, বর্ধমানঃ
করোনা ভাইরাস যে এইভাবে ঘরবন্দী করে দেবে তা ভাবেননি বর্ধমানের বাসিন্দা সাম্য রায়। বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির এবং কানপুর আইআইটির প্রাক্তন ছাত্র সাম্যবাবু বর্তমানে চিনের উহান বিশ্ববিদ্যালয়ে ‘পোস্ট-ডক্টরাল থিসিস’ করতে গিয়েছেন গত ফেব্রুয়ারিতে। সম্প্রতি বাড়ি এসে আবার গিয়েছিলেন। আর তারপর থেকেই কার্যত গৃহবন্দী সাম্য।
ছেলের কথা চিন্তা করে ভাবনায় পড়েছেন সাম্যবাবুর বাবা-মা সুজিতবাবু এবং ইনাদেবী। ছেলে যদি ভাইরাসে আক্রান্ত হন তাহলে কি হবে সে চিন্তাও করছেন তাঁরা।
বিদ্যামন্দিরের প্রাক্তনী এবং সাম্যবাবুর বন্ধু শিক্ষক রোহিত মাইতি বলেন, সাম্য অত্যন্ত মেধাবী ছাত্র। আশা করি এই বিপদ কাটিয়ে উঠবে দ্রুত৷ সাম্যবাবুর মা অবশ্য বলছেন, যত তাড়াতাড়ি সম্ভব সরকার ব্যবস্থা করুক ছেলেকে দেশে ফেরানোর।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584