নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ
লোকসভা নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল।কলকাতার নগরপাল অনুজ শর্মাকে সরিয়ে তার স্থলাভিষিক্ত হচ্ছেন রাজেশ কুমার অপরদিকে বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংকে সরিয়ে আনা হচ্ছে এন আর বাবুকে।
এর পাশাপাশি ডায়মন্ড হারবার পুলিশ সুপার
এস সিলভামুরুগানের স্থলে নব নিযুক্ত হচ্ছেন শ্রীহরি পান্ডে।
অপরদিকে বিধাননগরের এয়ারপোর্ট শাখার ডিসি অবন্নু রবীন্দ্রনাথ বীরভূমের জেলা পুলিশ সুপার পদে নিযুক্ত হচ্ছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে,নগরপাল অনুজ শর্মা স্থলাভিষিক্ত রাজেশ কুমার বর্তমানে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এডিজি পদে ছিলেন।তিনি একদা মুকুল ঘনিষ্ঠ অফিসার হিসাবেই পরিচিত ছিলেন।তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়ের পরামর্শক্রমেই রাজেশ কুমার তৎকালীন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী সৌগত সাহার আপ্ত সহায়ক ছিলেন।মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই তৎকালীন সিআইডি এডিজি রাজেশ কুমারকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ ঘাটালে বিজেপির সাংগঠনিক জেলা কমিটির বড়সড় রদবদল
ভোটের আর মাত্র ৬ দিন বাকি।প্রস্তুতি পর্বের শেষে পুলিশের এই রদ বদলের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।আগামী ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584