সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ২ ব্লকের এর অধীনে দেবসালা গ্রাম।বিস্তৃর্ণ এই গ্রামে নির্দিষ্ট কোন জঞ্জাল ফেলার জায়গা নেই। গ্রামের বাসিন্দারা যেখানে সেখানে জঞ্জাল ফেলছেন বলে অভিযোগ।স্থানীয় বাসিন্দারা বলছেন এলাকায় এতে পরিবেশ দূষণ একরকম হচ্ছে অন্যদিকে স্বাস্থ্যের পক্ষেও বিষয়টি স্বাস্থ্যকর নয়।যদিও অনেকের মন্তব্য, গৃহস্থালির বর্জ্য পদার্থ থাকে।
নির্দিষ্ট জঞ্জাল ফেলার জায়গা না থাকায় থেকে নালা থেকে শুরু করে যেখানে সেখানে ফেলা হয়।তাতে তীব্র দুর্গন্ধ বের হয় এবং প্লাস্টিক বর্জ্য পদার্থগুলি নর্দমার মুখে জনা হয়।ফলে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে নর্দমা।তাতে সমস্যা হয় জল নিষ্কাশনের।ভারী বৃষ্টিতে যখন জল নিষ্কাশন হয় না তখন সেই ড্রেনের জল উপচে পড়ে ঘরে ঢোকে।প্রশাসনের কাছে স্থানীয় বাসিন্দারা এই বিষয়টিকে নিয়ে একাধিকবার অনুরোধ করেছেন যাতে এলাকায় জঞ্জাল ফেলার জন্য একটি ভ্যাট তৈরি করে দেওয়া যায় এবং পঞ্চায়েতের উদ্যোগে সেই ভ্যাট নিয়মিত যাতে পরিষ্কার করা হয়।কিন্তু প্রশাসনের তরফ সে রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ। যদিও দেবশালা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান শ্যামল বকশী বলেন,বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। শীঘ্রই এই সব এলাকায় ভ্যাট তৈরীর জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুনঃ বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584