মেদিনীপুর ভূমি সংস্কার দফতরে বিক্ষোভ – ডেপুটেশন

0
97

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মঙ্গলবার ১৫ ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার এলআরও তুষার সিংলা’র নিকট মেদিনীপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড উন্নয়ন সমিতির পক্ষ থেকে গণ ডেপুটেশন দেওয়া হয়। তার আগে লালকুঠি রোড (দেওয়ান নগর) থেকে পাঁচ শতাধিক অধিবাসীদের একটি মিছিল কেরানীতলা হয়ে এলআরও দফতরে পৌঁছায়।

deputation | newsfront.co
নিজস্ব চিত্র

দশকের পর দশক বসবাসকারী অধিবাসীগণ বাসস্থানের রেকর্ড না পাওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন। এলআরও দফতরের সম্মুখস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। অবরোধের চাপে পড়ে প্রশাসন বাধ্য হয় সকল অধিবাসীদের এলআরও দফতরের ভেতরে ঢুকিয়ে নেয়। বিক্ষোভ থেকে উন্নয়ন সমিতির সভাপতি সেখ মজাহার আলি, অফিস সম্পাদক সত্যজিৎ দণ্ডপাট, সরফরাজ খান, সেখ তানবির প্রমুখ এলআরও তুষার সিংলা’র সঙ্গে বৈঠকে শামিল হন।

peoples | newsfront.co
নিজস্ব চিত্র

প্রশাসনের বিভিন্ন স্তরে বছরের পর বছর রেকর্ডের ন্যায় সঙ্গত দাবি নিয়ে আলোচনায় যুক্তি ও নিয়ম অস্বীকার না করতে পারলেও কোনো অজ্ঞাত কারণে বিগত ও বর্তমান সরকার রেকর্ডের ব্যবস্থা করছেনা। স্বাভাবিক কারণে অধিবাসীদের পুঞ্জীভূত ক্ষোভ আজ এই বিক্ষোভে পরিণত হয়।

আরও পড়ুনঃ জলঙ্গি ব্লক কৃষক বাজারের আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

এলআরও তুষার বাবু দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।সম্পাদক রতন মুখার্জি বিক্ষোভ সভায় ঘোষণা করেন, “দীর্ঘ কয়েক দশক বসবাস করে, সরকারি সমস্ত প্রক্রিয়া থেকে, এমনকি সরকারি গৃহ আবাস প্রকল্প সহ সমস্ত সরকারি বিষয় ও জমির উপর হলেও আমাদের এই রেকর্ড এর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

দ্রুত রেকর্ডের ব্যবস্থা না করা হলে আমরা জঙ্গি আন্দোলনে যেতে বাধ্য হব। সেই সঙ্গে করা হবে লাগাতার পথ অবরোধ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here