সুদীপ পাল,বর্ধমানঃ
শহরের মধ্যে দিয়ে যাওয়া জিটি রোড। তার মধ্যে কাটিং রাখার দাবিতে জেলাশাসকের কাছে আবেদনপত্র জমা দিল বর্ধমান শহরের বাসিন্দারা। বর্ধমান শহরের উল্লাস এলাকার বেশ কয়েকটি আবাসনের বাসিন্দা ও ব্যবসায়ীরা এই আবেদনপত্রটি জমা দেন। এলাকার বাসিন্দারা বলছেন শহরের মধ্যে দিয়ে যাওয়া জি টি রোড চার লেন হয়েছে। পুরনো রাস্তার হাল ফিরেছে।
তাতে গতিময়তা এসেছে ঠিক কথা।কিন্তু অনেক আবাসনের সামনে ডিভাইডার কাটিং রাখা হয়নি।ফলে শিশুদের স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন কাজ সারতে অনেকখানি ঘুরে যেতে হচ্ছে আবাসন এবং স্থানীয় ব্যবসায়ীদের।
আরও পড়ুনঃ রিভিউ রেজাল্ট ঘিরে অনিশ্চয়তা,বিক্ষোভ
বাসিন্দারা বলছেন,নিয়মিত ব্যবধানে কাটিং রাখলে তাতে সমস্ত সমস্যা মিটবে। অনেকখানি ঘুরে গিয়ে তখন কাজ সারতে হবে না।কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584