আন্ডার পাসের দাবি বাসিন্দাদের

0
38

সুদীপ পাল,বর্ধমানঃ

২ নম্বর জাতীয় সড়ক পূর্ব বর্ধমানের মধ্যে দিয়ে গিয়েছে। সড়কের একদিকে রয়েছে শক্তিগড়, পালসিট, পাল্লারোডের মতন জনবহুল এলাকা। অন্যদিকে অর্থাৎ দক্ষিণ প্রান্তে রয়েছে তেজগঞ্জ। এই এলাকাটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ।

under pass | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই এলাকাটি অত্যন্ত জনবহুল। যেহেতু সদর শহর বর্ধমান খুব কাছেই। বর্ধমান শহরে জায়গা না পেলে মানুষ এদিকে এসে ঘর ভাড়া করে থাকছেন অথবা বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস শুরু করছেন। কাছেই বর্ধমান শহর হওয়ায় শহরের সমস্ত সুযোগ-সুবিধা নিতে এবং নিত্যদিনের চাকরি থেকে রুটি রোজগার সমস্ত কিছুর জন্য নিয়মিতভাবে বর্ধমান শহরে যাতায়াত করতে হয়। বেশ কিছু মানুষ কাজ করেন শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে এবং মিষ্টি হাবে। ফলত নিয়মিত জাতীয় সড়ক পার করতে হয় স্থানীয় বাসিন্দাদের। তার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

বাসিন্দাদের বক্তব্য, সম্প্রতি জাতীয় সড়কটি ছয় লেনের করা হবে বলে শোনা যাচ্ছে। বর্তমানে চার লেন জাতীয় সড়ক। তাতেই এত দুর্ঘটনা ঘটছে। ছয় লেন হলে দুর্ঘটনার প্রবণতা আরো বেড়ে যাবে। বাসিন্দারা কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর সুবিধার্থে তেজগঞ্জ এলাকায় একটি আন্ডারপাসের দাবি করছেন।
বাসিন্দাদের বক্তব্য, এতে পথ দুর্ঘটনা কমে যাবে।

আরও পড়ুনঃ নদী ছেড়ে কৃষিজমিতে নজর বালি কারবারিদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

বিষয়টি নিয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা বলেন, এই রাস্তাটি দেখাশোনার দায়িত্বে রয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আন্ডারপাস তৈরির দাবি জেলা পরিষদের তরফ থেকে তাঁদের কাছে তুলে ধরা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here