নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ট্রেনের অতিরিক্ত ভাড়া কমানো এবং প্যাসেঞ্জার সহ দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে মাদারিহাটে স্টেশন মাস্টারের মাধ্যমে রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম-কে স্মারকলিপি দিল মাদারিহাটের বাসিন্দারা।
শুক্রবার মাদারিহাটের প্রায় ১০০ বাসিন্দা অরাজনৈতিক ভাবে সমবেত হয়ে মাদারিহাট স্টেশন মাস্টারের হাতে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপিটি তুলে দেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাদারিহাট প্রাকৃতিক সৌন্দ্যর্যে পরিপূর্ণ। মাদারিহাটে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান, চা বাগান বেষ্টিত মাদারিহাটের পাশেই টোটোপাড়া, সারা বছর দেশ-বিদেশের প্রচুর সংখ্যক পর্যটক মাদারিহাটে ভ্রমণে আসেন।
আরও পড়ুনঃ পিআরএস সেন্টার খোলার দাবিতে কোলাঘাট স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন
ভৌগোলিক দিক দিয়ে মাদারিহাটের গুরুত্ব অপরিসীম। সেই নিরিখে শুধু প্যাসেঞ্জার ট্রেনই নয়, মহানন্দা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস,রাচী এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেন গুলির স্টপেজ অত্যন্ত জরুরী বলে মনে করেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা দেবু সাহা বলেন, “প্যাসেঞ্জার ট্রেন সহ দূর পাল্লার ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে স্টেশন মাস্টারের মাধ্যমে ডি আর এম কে স্মারক লিপি দেওয়া হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584