সুদীপ পাল,বর্ধমানঃ
পদত্যাগ পত্র প্রদান করেছিলেন।দেখা গেল পদত্যাগপত্র প্রদানের পর দায়িত্ব আগের থেকে আরও বেশি বৃদ্ধি পেল।সহকারী উপাচার্য মহুয়া সরকারকে আগের থেকে বেশি দায়িত্ব দিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। মহুয়া সরকার উপাচার্যের অফিসে জানিয়ে আসেন তিনি পদত্যাগ করতে চলেছেন।
রাজভবনে পদত্যাগপত্র জমাও করেন। নিউজ ফ্রন্টে সেই খবর বিস্তারিত ভাবে প্রকাশ করা হয়েছিল।এবার বিশ্ববিদ্যালয় তরফ থেকে জানানো হলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা কয়েক দিন অনুপস্থিত থাকবেন সেই সময় যাবতীয় কাজকর্ম দেখার ভার মহুয়াদেবীর উপর ন্যস্ত থাকবে।
আরও পড়ুনঃ পদত্যাগপত্র জমা দিলেন সহকারী উপাচার্য
এই ঘটনায় রীতিমতো অবাক বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা।যিনি পদত্যাগ পত্র প্রদান করছেন তাঁকে ফের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো সেই প্রশ্ন উঠছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন বলেন, তিনি যে পদত্যাগপত্র দিয়েছিলেন তা গৃহীত হয়নি। তাই তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থাকছেন।
উপাচার্য কয়েকদিন অনুপস্থিত থাকায় তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।এতে বিতর্কের কোন কিছু দেখছেন না তোফাজ্জলবাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584