দুর্নীতির অভিযোগে দলত্যাগ করে ইস্তফা উপপুরপ্রধান পদে

0
122

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

তৃণমূলের পুরো বোর্ডে দুর্নীতি চলছে আর এই ইস্যুকে সামনে রেখে দলত্যাগ করে উপপুরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন শিউলি সিং ভট্টাচার্য।প্রসঙ্গত বিগত কিছুদিন যাবৎ দলীয় কোন্দল ফুটে উঠেছিল রামজীবনপুর পৌরসভার শিউলি সিং ভট্টাচার্য্য এবং চেয়ারম্যান নির্মল চৌধুরীর মধ্যে।জল্পনা চলছিল দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিতে চলেছেন শিউলি সিং সহ তার অনুগামীরা। সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার সদলবলে মিছিল করে তৃণমূল প্রধানের কাছে ইস্তফা পত্র জমা দেয় শিউলি সিং।উল্লেখ্য ২০১৫ পুরসভা নির্বাচনে নির্দল হিসেবে জয় লাভ করে উপপুরপ্রধান পদে যোগদান করে শিউলি সিং।

শিউলি সিংহ ভট্টাচার্য।নিজস্ব চিত্র

তৎকালীন সময়ে শিউলি সিংকে সাথে নিয়ে বিজেপি পুরো বোর্ড গঠন করতে চলেছে এমনই জল্পনা উঠেছিল,কিন্তু সেই জল্পনাতে কার্যত জল ঢেলে দিয়ে শিউলি সিং যোগদান করেছিল তৃণমূল কংগ্রেসে।কিন্তু মেয়াদের অর্ধেক সময় পার হতে না হতেই দুর্নীতির অভিযোগে দলত্যাগি হলেন উপপুরপ্রধান।আর এতেই চাপে জেলা তৃণমূল শিবির।দল ত্যাগের পর বুধবারই অনুগামীদের সাথে নিয়ে শিউলি সিং যোগ দিয়েছেন বিজেপি শিবিরে।এ বিষয়ে শিউলি সিংয়ের বক্তব্য, তৃণমূল শিবিরের চুড়ান্ত চাপ এবং তৎকালীন প্রশাসনের চাপই সেসময় শিউলি সিংকে তৃণমূলে যোগ দিতে বাধ্য করেছিল।কিন্তু এতদিনে তার বোধোদয় হয়েছে।যদিও এ দাবি মানতে নারাজ তৃণমূলের বর্তমান পৌর প্রধান নির্মল চৌধুরি। তার দাবি দল বিরোধী কাজের জন্য দল শিউলি সিংকে সাহায্য করছিল না।আর এতেই রেগে গিয়ে দলত্যাগ করেছেন প্রাক্তন উপপুরপ্রধান।মোটের উপরে দাবি আর পাল্টা দাবিতে সরগরম রামজীবনপুর পৌরসভা।

আরও পড়ুনঃ বিশ্বভারতীতে ‘লুঙ্গি ডান্স’,’লেড়কি বিউটি ফুল’গানের তালে শিক্ষক দিবস উদযাপনের ভিডিও ভাইরাল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here