নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত মাদ্রাসা পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামি পরশু বৃহস্পতিবার। আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ সূত্রে জানা যায় যে আগামি পরশু অর্থাৎ ১৬ জুলাই প্রকাশিত হবে ২০২০ সালের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল।
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ আজ এক বিজ্ঞপ্তিতে জানায় যে আগামী পরশু পরীক্ষার্থীরা www.wbbme.org , wbresults.nic.in ও www.exametc.com – এই তিনটি ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবে। এছাড়াও মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফলাফল। তবে ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবে ২২শে জুলাইয়ের পর।
করোনা ও লকডাউনের আগেই মাধ্যমিক সমতুল্য হাইমাদ্রাসা, আলিম ও ফাজিলের সবকটা পরীক্ষা সম্পন্ন হয়েছিল। তাই পরীক্ষার সম্পূর্ণ মেধাতালিকাই প্রকাশ করা হবে, এমনটাই জানা গিয়েছে।
অন্যদিকে আগামীকাল বুধবার প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল। জানা গেছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে ১৭ জুলাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584