নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা ২০২০-এর ফলাফল প্রকাশিত হল। এখন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করছেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের(West Bengal Board of Madrasah Education) সভাপতি আবু তাহের কামরুদ্দিন।
মাধ্যমিক সমতুল্য হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসার ছাত্রী নাফিসা খাতুন।
বীরভূম জেলার খন্ডগ্রাম ডি.এস হাই মাদ্রাসা থেকে এ বছর হাই মাদ্রাসা পরীক্ষা -২০২০ তে ষষ্ঠ স্হান অর্জন করেছে জগন্নাথ দাস। বাড়িতে বাবা মা দাদুভাই রয়েছেন। বাবার নাম দীনবন্ধু দাস, মায়ের নাম রিনা দাস। গৃহশিক্ষক ছাড়াই মাটির বাড়িতে পড়াশোনা করে এরকম চমৎকার রেজাল্টে প্রতিবেশীরা খুব খুশি। আগামীদিনে ডাক্তার হতে চায় জগন্নাথ।
হাইমাদ্রাসা মেধাতালিকা ২০২০ :
প্রথম : নাফিসা খাতুন(৭৭১)- জঙ্গিপুর মুনিরিয়া হাইমাদ্রাসা, মুর্শিদাবাদ
দ্বিতীয় : তামান্না ইয়াসমিন (৭৬৯)-বটতলা আদর্শ হাইমাদ্রাসা, মালদা
তৃতীয় : শাহিদ আক্তার (৭৬৭)-লালগোলা রহমতুল্লাহ হাইমাদ্রাসা, মুর্শিদাবাদ
চতুর্থ ১. রিকি আরিফ (৭৬৫)-আমিনাবাদ হাইমাদ্রাসা, মুর্শিদাবাদ
চতুর্থ ২. মিজানুর রহমান (৭৬৫) জগন্নাথ পুর হাইমাদ্রাসা, মালদা
পন্চম ১. মোঃ আফিফুদ্দিন (৭৬৩) রামনগর হাইমাদ্রাসা, মালদা।
পন্চম ২. মোবারক হোসেন (৭৬৩) রানিননগর হাইমাদ্রাসা, মালদা
ষষ্ঠ : জগন্নাথ দাস (৭৬০)খন্ডগ্রাম ডি এস হাইমাদ্রাসা
সপ্তম : ১. সিমলা আক্তার মিরু (৭৫৮) আমিনাবাদ হাইমাদ্রাসা, মুর্শিদাবাদ
সপ্তম ২. সেলিম আক্তার (মালদা)
অষ্টম : সহেলি মল্লিক (৭৫৬)রামনগর হাইমাদ্রাসা, মুর্শিদাবাদ
নবম : নাফিসা আক্তার( ৭৫৪) চান্দুয়া হাইমাদ্রাসা, মালদা
দশম: রহিমা পারভিন( ৭৫২) এম এন এস হাইমাদ্রাসা, মালদা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584