ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
কাশ্মীর পরিস্থিতি নিয়ে যখন উৎকণ্ঠা তুঙ্গে ঠিক তখনই রবিবার মধ্যরাতে কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহেবুবা মুফতিকে গৃহবন্দি করা হল।
পাশাপাশি কাশ্মীরের মুখ্য রাজনৈতিক দলগুলির বিশিষ্ট নেতাদের কাউকে গৃহবন্দী বা কাউকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে রবিবার দিনভর দিল্লিতে দফায় দফায় বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রবিবার মধ্যরাতে কাশ্মীরের বিশিষ্ট নেতা মন্ত্রীদের গৃহবন্দী ও গ্রেপ্তারের ঘটনায় প্রশ্ন উঠছে তবে কি রবিবার অমিত শাহের বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ?
টুইট করে তাদের গৃহবন্দির কথা জানান ওমর আব:দুল্লা ও মেহেবুবা মুফতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সাথে গৃহবন্দি রয়েছেন প্রাক্তন বিধায়ক সাজ্জাদ লোন এবং গ্রেফতার হয়েছেন সিপিএম নেতা ইউসুফ তারিগামি এবং কংগ্রেস নেতা উসমান মজিদ।
আরও পড়ুনঃ মিষ্টি হাব চালু বিষয়ে প্রশাসনিক বৈঠক
তবে ঠিক কি কারণে কাশ্মীর পরিস্থিতি নিয়ে কেন্দ্রের এত তৎপরতা, পাশাপাশি কাশ্মীরে নিরাপত্তা যথেষ্ট দ্রুততার সাথে জোরালো করা হচ্ছে তা এখনও স্পষ্ট নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584