মনিরুল হক, কোচবিহারঃ
চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে কাজে পুনর্বহাল সহ ১৩ দফা দাবির ভিত্তিতে আন্দোলনে নামল কোচবিহার পুরসভার অবসরপ্রাপ্ত স্থায়ী ও অস্থায়ী কর্মচারীদের ঐক্য মঞ্চ। বৃহস্পতিবার কোচবিহার পুরসভা দফতরের সামনে বিক্ষোভ দেখায় ওই পুরসভার অবসরপ্রাপ্ত স্থায়ী ও অস্থায়ী কর্মচারীদের ঐক্য মঞ্চ। পরে তারা ১৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন পুর প্রশাসকের দফতরে।
তাদের দাবি, যে সমস্ত কর্মীরা বেতন পাচ্ছিলেন না, পেনশন পাচ্ছিলেন না, তাদের বেতন এবং পেনশন দেওয়ার দাবিতে গত ১৯ আগস্ট সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। এর পরেই ৫৫ জন চুক্তিভিত্তিক কর্মচারীকে বিনা নোটিশে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ ২৮ সেপ্টেম্বরের মধ্যে মোরেটরিয়াম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
আরও পড়ুনঃ বেইরুট বিমান বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড
এই ৫৫ জন চুক্তিভিত্তিক কর্মচারীকে আরও ১ বছর কাজে রাখার পাশাপাশি, তাদের পুর্নবাসনের দাবিতে এদিন বিক্ষোভ দেখায় ঐক্য মঞ্চ।
অল বেঙ্গল মিউনিসিপ্যাল ওয়ার্কসম্যান ফেডারেশনের কোচবিহার জেলা সম্পাদক মিহির কুমার চন্দ্র বলেন, “অবিলম্বে আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ঐক্য মঞ্চের পক্ষ থেকে।” আগামী ২৫শে সেপ্টেম্বর এই ইস্যুতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584