খড়্গপুর কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় পুনর্মিলন উৎসব

0
97

সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তনীদের দ্বিতীয় পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো শুক্রবার। কলেজের এইচ বি সরকার সভাকক্ষে উপস্থিত অতিথিদের সমবেত প্রদীপ প্রজ্জ্বলনের মধ‍্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

নিজস্ব চিত্র

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অধ‍্যাপিকা শুক্লা সাহা মন্ডল। অর্থনীতি বিষয়টির পঠন-পাঠনের বিভিন্ন সমস্যা,অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা,কাজের সুযোগ ইত্যাদি বিষয়ে এদিন একটি সুন্দর আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক অধ্যাপক পূর্ণেন্দু শেখর দাস ও বর্তমান অধ্যাপক দেবাশীষ মন্ডল,খড়্গপুর আইআইটির অধ্যাপক পুলক মিশ্র,খড়্গপুর কলেজের অধ্যক্ষ বিদ‍্যুৎ সামন্ত, কলেজের পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক অঞ্জন চাকী প্রমুখ বিশিষ্ট জনেরা।সমস্ত বক্তাই অর্থনীতি শিক্ষার নানা বিষয়ের পাশাপাশি,এই বিভাগটিতে ক্রমাগত ছাত্রছাত্রী সংখ্যা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।পঞ্চাশ জনেরও বেশি প্রাক্তনী এই অনুষ্ঠানে যোগদান করেন।পাশাপাশি ছিলেন অর্থনীতি বিভাগের বর্তমান ছাত্রছাত্রীরা।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তনীর সম্পাদক প্রাক্তন ছাত্র তথা অধ্যাপক পৃথ্বীশ হাইত।অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান প্রাক্তনীর সভাপতি প্রাক্তন অধ্যাপক অর্ণব কর।অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি এই বিভাগের প্রাক্তনী অধ্যাপক অশোক দাস, শিক্ষক মনসারাম সিংহ,পলাশ ভূঁঞ‍্যা,ফটিক মাহাত,স্বপন সাহু,সঞ্জয় পট্টনায়কসহ সমস্ত প্রাক্তনীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here