বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ (বালক) এর পুনর্মিলন উৎসব

0
123

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুদিন ধরে সাড়ম্বরে পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠের (বালক)১৭৪ তম প্রতিষ্ঠা দিবস,বার্ষিক পুরস্কার বিতরণী ও প্রাক্তনী পুনর্মিলন উৎসব।এই উপলক্ষ্যে বুধবার সকালে বিদ‍্যালয়ের পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য প্রভাতফেরী শহর পরিক্রমা করে।মূল উৎসবের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের মেদিনীপুর শাখার স্বামী মিলনানন্দজী মহারাজ, উপস্থিত ছিলেন রাজ‍্য বিদ‍্যালয় শিক্ষা দপ্তরের গ্রান্ট-ইন-এড বিভাগের ডেপুটি ডাইরেক্টর আলোক সরকার,শিক্ষা দপ্তরের এডমিনিস্ট্রেসন বিভাগের ডেপুটি ডাইরেক্টর পূর্ণচন্দ্র জানা,দিল্লী আইআইটির অধ্যাপক সুবীর কুমার সাহা,বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক অরূপ কুমার ভূঁঞ‍্যা,পরিচালন সমিতির সভাপতি সুকুমার পড়‍্যা,সাংস্কৃতিক বিভাগের পক্ষে শিক্ষক অনুকূল চন্দ্র দাস ও শিক্ষিকা মৌসুমী দে।

নিজস্ব চিত্র

সারাদিন ধরে কুইজ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ছাত্র ও শিক্ষক-শিক্ষিকারা। প্রকাশিত হয় বিদ‍্যালয়ের বার্ষিক পত্রিকা “স্ফুলিঙ্গ”বুধবার বিকেলে বর্তমান শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের সাথে একটি প্রীতি ভলিবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ছাত্ররা পরিবেশন করে মনোজ মিত্রের লেখা “চোখে আঙুল দাদা” নাটকটি এবং শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা উপস্থাপন করেন বৈদ‍্যনাথ মুখোপাধ্যায়ের নাটক “সমর সর্দার নিবাস ক‍্যানিং-বাড়ি আছেন “। বৃহস্পতিবার প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক নির্মল কুমার মাইতি,বিদ‍্যালয়ের কৃতি প্রাক্তনী দিল্লি আই আই টির অধ‍্যাপক সুবীর কুমার সাহা, প্রধান শিক্ষক অরূপ কুমার ভূঞ‍্যাঁ প্রমুখ।দ্বিতীয় পর্বে ছাত্ররা পরিবেশন করে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের “ভীমবধ” নাটকটি।সন্ধ্যায় প্রাক্তনীর পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তনীর সভাপতি সুকুমার পড়‍্যা, প্রাক্তনীর সম্পাদক অরুণ কুমার চৌধুরী , কোষাধ্যক্ষ তন্ময় অধিকারী,প্রধান শিক্ষক অরূপ ভূঞ‍্যাঁ,প্রণব চক্রবর্তী, শান্তিময় দত্ত, বিশ্বনাথ পান্ডব প্রমুখ।স্মৃতি চারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলন অনুষ্ঠিত হয়।গানে সবাইকে মাতিয়ে দেন মাতুয়ার মল্লিক,প্রলয় বিশ্বাস, সম্ভ্রম চক্রবর্তী,কুন্দন দাস, করুন দাসের মতো প্রাক্তনীরা। প্রাক্তনীর অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রণব চক্রবর্তী ও অভিজিৎ দাস।

নিজস্ব চিত্র

বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক অরূপ কুমার ভূঞ‍্যাঁ জানান আগামী বছর বিদ‍্যালয়ের ১৭৫ বছর পূর্তি হবে এবং প্রাক্তনীর ২৫ বছর পূর্তি হবে,এই দুই অনুষ্ঠানকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে এখন থেকেই উদ‍্যোগ নেওয়া হচ্ছে।বিদ‍্যালয়ের ক্রীড়া শিক্ষক উৎপল দাস জানান এবারের অনুষ্ঠানের মঞ্চ উৎসর্গ করা হয়েছিল বিদ‍্যালয়ে দুই স্মরণীয় প্রাক্তনী স্বাধীনতা সংগ্রামী সনাতন রায় ও বিমল দাশগুপ্তর নামে।এই দুই বিপ্লবীর পরিবারের সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here