নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিখ্যাত চিত্র সংবাদিক দানিশ সিদ্দিকী নিহত কান্দাহরে। পুলিৎজার পুরস্কার জয়ী এই ভারতীয় চিত্র সাংবাদিক কান্দাহারের অশান্ত পরিস্থিতির ছবি তুলতে কয়েকদিন আগেই সেখানে পৌঁছেছেন। আফগান সেনাবাহিনীর সাথে থেকেই তাঁর কাজ চালাচ্ছিলেন দানিশ।কান্দাহারের স্পিন বোলডাক জেলায় এক সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন দানিশ, এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা সূত্রে।
দানিশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই। শুক্রবার একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘গত রাতে কান্দাহারে আমার বন্ধু দানিশ সিদ্দিকীর মৃত্যুর খবরে আমি শোকাহত। আফগান বাহিনীর ঘেরাটোপে ছিলেন এই ভারতীয় সাংবাদিক এবং পুলিৎজার পুরস্কারজয়ী। কাবুলে যাওয়ার দু’সপ্তাহ আগে ওঁনার সঙ্গে দেখা করেছিলাম আমি। তাঁর পরিবার এবং রয়টার্সের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
আরও পড়ুনঃ “দেখলাম একটি মেয়েকে তাড়া করছে, কিন্তু আমার মেয়ে বুঝিনি”: দিল্লিতে খুন হওয়া কিশোরীর মা
দানিশ সিদ্দিকী ছিলেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক। এক পুলিশ আধিকারিককে উদ্ধারের জন্য আফগান স্পেশাল ফোর্সের একটি অভিযান নিয়ে খবর করছিলেন তিনি। দানিশের রিপোর্টে তাঁর তোলা ছবিতেই দেখা গিয়েছিল, কিভাবে তালিবানরা আফগান বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়োও পোস্ট করে দানিশ লিখেছিলেন আফগান স্পেশাল ফোর্সের যে গাড়িতে করে যাচ্ছিলেন তিনি, তাতে রকেট হামলা চালানো হয়। রকেট হামলার দৃশ্যও তাঁর ভিডিয়োয় ধরা পড়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584