নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, ইরাকের দুইটি মার্কিন বিমান ঘাঁটিতে ১২টির বেশি ব্যালেস্টিক মিসাইল হামলা হয়েছে। পেন্টাগন বলছে, ইরান থেকে কিছু মিসাইল নিক্ষেপ করা হয়েছে, যার ফলে ইরবিল ও আল-আসাদ বিমান ঘাঁটিগুলির ব্যাপক ক্ষতি হয়েছে।
বিবিসি সূত্রে জানা যাচ্ছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, দেশটির শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যার জবাব হিসাবে এই হামলা করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই হামলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
• এই অভিযানের নাম ‘অপারেশন শহীদ সোলেইমান’।
• ইরানের স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই হামলা শুরু হয়।
• আল-আসাদ বিমান ঘাঁটিতে অন্তত ছ’টি মিসাইল আঘাত হানে।
• দুইটি মার্কিন বিমান ঘাঁটিতে ১২টির বেশি ব্যালেস্টিক মিসাইল হামলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রায় ৫ হাজার সেনা ইরাকে আছে। সোলেইমানির মৃত্যুর পর এদের ইরাক থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিল ইরাকি পার্লামেন্ট। কিন্তু এর উত্তরে ট্রাম্প হুমকি দিয়ে জানান, ইরাকের মার্কিন সৈন্যরা কোথাও যাবে না। যদি ভুলেও তাদের সরানোর কথা ভাবা হয়, তাহলে ইরাকে এমন অবরোধ হবে, যা ইরাক আগে দেখেনি। এই পরিস্থিতিতে ইরান ইরাকের মার্কিন সেনাঘাঁটিগুলোর উপর হামলা চালালো।
আরও পড়ুনঃ তেহরানে ভেঙে পড়ল যাত্রীবাহী ইউক্রেনীয় বিমান
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য টুইটারে বলেছেন, ‘সব ঠিক আছ।’ পরবর্তীতে তিনি আরও একটি টুইট করবেন বলে জানিয়েছেন।
ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ টুইটারে লিখেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু নিজেদের আগ্রাসন থেকে রক্ষা করব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584