নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের মৃত্যুর খবর পাওয়া গেল। সঙ্গীনি দখলের লড়াইয়ে একটি বুড়ো গন্ডারের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষ।
উল্লেখ্য, রবিবার বিকেলে জলদাপাড়া জাতীয় উদ্যানের শিশামারা বিটের জঙ্গলে একটি পুরুষ গন্ডারের মৃতদেহ পড়ে থাকতে দেখেন জাতীয় উদ্যানের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে এদিনই মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ বৈষ্ণবনগরে ভেঙে পড়লো ফরাক্কা-মালদহ সংযোগকারী নির্মীয়মান সেতুর শেড
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও কুমার বিমল বলেন,“ নিজেদের মধ্যে লড়াইয়ে গন্ডারটির মৃত্যু হয়েছে। মৃত গন্ডারের দেহাংশ অক্ষত রয়েছে। দেহের কোন অংশই চুরি হয়ে যায়নি। এটি অত্যন্ত স্বাভাবিক ঘটনা। মৃতদেহ ময়নাতদন্ত করা হচ্ছে।”
উল্লেখ্য রাজ্যে বর্তমানে গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যান এই দুই গন্ডারের বিচরন ভুমি রয়েছে। জলদাপাড়াতে ৩০০ র বেশি গণ্ডার রয়েছে। কিন্তু জলদাপাড়ায় পুরুষ ও স্ত্রী গন্ডারের সঠিক ভারসাম্য নেই। সাধারনত একটি পুরুষ গণ্ডার পিছু দুটো স্ত্রী গণ্ডার গণ্ডারের বিচরন ভুমির জন্য আদর্শ আনুপাতিক হার।
কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যানে এই অনুপাত একেবারে উল্টো। এখানে দুইটি স্ত্রী গণ্ডার পিছু মাত্র একটি স্ত্রী গণ্ডার রয়েছে। সেই কারনে মাঝে মধ্যেই পুরুষ গণ্ডারদের মধ্যে লড়াই হচ্ছে। আর এই কারনে অনেক সময় পৃথিবী বিখ্যাত এই এক শৃঙ্গ গন্ডারের মৃত্যু পর্যন্ত হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584