চূয়াডাঙ্গা হাইস্কুলে চাল-আলু বিতরণের পাশাপাশি ভগৎ সিং স্মরণ

0
180

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

গোটা পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে তাল মিলিয়ে সরকারী নির্দেশ মেনে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত চাল ও আলু বিতরণ করা হলো। ছাত্র ছাত্রীদের পক্ষে চাল ও আলু গ্রহণ করলেন অভিভাবকরা।

rice and potato distribute in chuadanga high school | newsfront.co
নিজস্ব চিত্র

যতটা সম্ভব সতর্কতার সঙ্গে সকাল ৯ টা থেকে বেলা দুটা পর্যন্ত এই কর্মসূচি চলে। প্রায় ১১০০’র বেশি অভিভাবকের হাতে বরাদ্দ চাল ও আলু তুলে দেওয়া হয়।

rice and potato distribute in chuadanga high school | newsfront.co
নিজস্ব চিত্র
rice and potato distribute in chuadanga high school | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ থার্মাল স্ক্রিনিং পরীক্ষার পাশেই টিকিট বাতিলের লাইন

উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক,পরিচালন সমিতির সভাপতি গণি ইসমাইল মল্লিক, পরিচালন সমিতির সদস্য ইমদাদুল পাঠান, ফকির আলী খান, সুদীপ কুমার খাঁড়া, আজীম আলি খাঁন,স্টাফ কাউন্সিলের সম্পাদক তাপস কুমার বর্মন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীসহ স্বসহায়ক দলের সদস্যারা।

পাশাপাশি এদিন বিদ্যালয়ের অনাড়ম্বর পূর্ণ ভাবে আত্মবলিদান দিবসে স্মরণ করা হয় শহীদ-ই-আজম ভগৎ সিং কে।এই উপলক্ষ্যে শহীদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here