নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রেশনের চাল পাচার করার সময় গ্রামবাসীদের হাতেই ধরা পরলো চাল বোঝাই ট্রাক্টর। অভিযোগের তির স্থানীয় রেশন ডিলারের বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মহিপুর কান্তোর গ্রামে।
গ্রামবাসীদের অভিযোগ, ট্রাক্টর করে ডিলার রেশনের চাল বাইরে পাচার করার চেষ্টা করছিলেন। গ্রামবাসীরা হাতে নাতে একটি চাল বোঝাই ট্রাক্টরটিকে গাড়িকে আটক করে। এতে ১৬ বস্তা চাল মজুত ছিল। গ্রামবাসীরা জানিয়েছেন, ‘এর আগেও রাতের অন্ধকারে বেশ কয়েক গাড়ি রেশনের চাল পাচার হয়েছে। ডিলারের বিরুদ্ধে গ্রামবাসীদের জিনিসপত্র না দেওয়ারও অভিযোগ উঠেছে।’
আরও পড়ুনঃ সুস্থ হয়েও আইসোলেশন সেন্টারেই করোনা জয়ী
এই ঘটনায় গ্রামবাসীরা রেশনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। যদিও রেশন ডিলারকে ফোন করলেও পাওয়া যায়নি। এলাকায় উত্তেজনা রয়েছে। অবিলম্বে ডিলারের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584