নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ইঞ্জিন রিক্সা চালকের ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার এক নম্বর ব্লকের মনোহরপুরে ৷
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর নাগাদ ওই রিক্সা চালক উড়িষ্যা থেকে খড়্গপুরের দিকে যাওয়ার পথে মনোহরপুর জাতীয় সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ আরও জানা যায়, একটি লরি ওই ইঞ্জিন চালিত রিক্সা চালককে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই রিক্সা চালকের ৷
আরও পড়ুনঃ কেশিয়াড়িতে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, চাঞ্চল্য
স্থানীয়দের প্রচেষ্টায় খবর দেওয়া হয় দাঁতন থানার পুলিশকে, খবর পেয়ে দাঁতন থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ তবে মৃত রিক্সা চালকের নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি, অন্যদিকে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার জন্য তদন্তপ্রক্রিয়া শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584